পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (বাপই)
ছবিঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৩
প্রাকৃতিক পরিবেশ বায়ুমণ্ডল, ভূমণ্ডল এবং জলমণ্ডল নিয়ে গঠিত। আর মানুষ যখন এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে তার ব্যবহার উপযোগী কোনো কাঠামো তৈরি করে, তখন তাকে বলা হয় নির্মিত পরিবেশ। পৃথিবীর সকল সৃষ্টিই মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য এবং এই সকল সৃষ্টি একে অপরের সাথে সম্পর্কিত যাকে বাস্তুশাস্ত্র বলা হয়। নিচুজমি ভরাট, বন উজাড়, উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ দূষণের কারণে এই পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা মিলানকোভিচের তত্ত্ব থেকে শিখতে পারি। কিন্তু পরিবেশ দূষণ এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে ব্যাহত করছে, যার ফলে ওজনস্তর ক্ষতি, বৈশ্বিক উষ্ণতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি কারণে আমাদের পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হল নির্মিত পরিবেশ। স্থাপনা তৈরী করতে হবে প্যাসিভ স্থাপত্য নির্মাণের সকল নির্দেশনাগুলো মেনে যা পরিবেশবিদ ও স্থপতির সম্মিলিত প্রয়াসের ফল। সেই সাথে ল্যান্ডস্ক্যাপ স্থাপত্যকেও প্রাধান্য দিয়ে মাটি, পানি ও বাতাস চলাচলের বেবস্থা রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। এই কাজে জনগণ, সরকার ও পেশাজীবীদের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদেরকে বসবাস উপযোগী একটি প্রথিবী উপহার দিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন