কক্সবাজারে রেকর্ড বৃষ্টিপাত, পাহাড় ধস
বা.প.ই
মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ৫০১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। এর আগে ২০১৫ সালের ২৪ জুন এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ৪৬৭ মিলিমিটার। তথ্যসূত্র : কক্সবাজার আবহাওয়া অফিস। এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাছাড়া এই অতি বর্ষণের ফলে ভূমিধস হওয়াটা খুব স্বাভাবিক। স্থানীয় বাসিন্দাদের হতে প্রাপ্ত তথ্য অনুসারে, ইতোমধ্যে ৬ জন মারা গেছে পাহাড়ধসে, এর মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন এবং উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৪ নম্বর ক্যাম্পে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। তাই পাহাড়ের পাদদেশে বসাবাসকারী জনসাধারণ নিজ নিজ জায়গা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। আজ সকাল থেকে মহেশখালী টু কক্সবাজার নৌরুটে যাত্রী পারাপারও বন্ধ রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন