পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (বা.প.ই) এর নতুন অফিস ও ওয়েবসাইট এর শুভ উদ্বোধন
গত ১৮ই অক্টোবর
২০২৪ইং তারিখে পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (বা.প.ই) এর নতুন অফিস ও ওয়েবসাইট এর
শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরাতে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বা.প.ই 'র সাধারণ
সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যরা সহ নিয়মিত সদস্যরাও কয়েকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
সংগঠনটির বিগত কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই
বা.প.ই 'র সাধারণ সম্পাদক, পরিবেশবিদ জনাব মোঃ মাহামুদুর রহমান সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ
জানান ভারী বৃষ্টি মাথায় নিয়ে এবং এয়ারপোর্ট রোডে, নিকুঞ্জের কাছাকাছি কন্টেইনার উল্টে
যাওয়ার ফলে সংঘঠিত তীব্র জ্যাম উপেক্ষা করেও যারা যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন
তাদের সকলকে। তিনি জানান, আমাদের দেশ, দেশের প্রকৃতি, জীববৈচিত্র রক্ষা, জলবায়ু মোকাবেলায়
সরকারি ও বেসরকারি সকল উদ্যোগের সাথে এক হয়ে দেশের ও দেশের মানুষের পশে দাঁড়ানোই বা.প.ই
'র প্রধান উদ্দেশ্য। সেই সাথে বাংলাদেশের পরিবেশবিদ পেশাজীবী ও পেশা চর্চার ক্ষেত্রে
উন্নতি সাধন করা ও পরিবেশ বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নকল্পে বিভিন্ন উদ্যোগ
গ্রহণ করার মাধ্যমে দেশে পরিবেশবান্ধব পেশাচর্চার উন্নয়ন ঘটানোই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে পরিবেশবিদ
জনাব ইকরাম-উল-হক (সম্পাদক, আইন ও পেশা) জানান, আমাদের মিটিং গুলোকে আরো জনবান্ধব ও
প্রাণবন্ত করার জন্য আমরা সকল সদস্যকে নিয়ে এই ধরণের আয়োজন অব্যাহত রাখবো ভবিষ্যতে।
এতেকরে শুধু নির্বাহী পরিষদই নয়, বা.প.ই 'র সকল সদস্যই আমাদের কর্মকান্ড সম্পর্কে নিজ
নিজ চিন্তাগুলো সবার মাঝে তুলে ধরতে পারবেন। এর ফলে জনসচেতনতা ও কর্মক্ষেত্রে জবাবদিহিতা
নিশ্চিত করা সম্ভব হবে। আগামী প্রোগ্রামগুলোতে আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত
করবো ইনশাহআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন পরিবেশবিদ জনাব মোহাম্মদ গালিব হোসেন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক),
পরিবেশবিদ জনাব শরীফ নূর শামস (সম্পাদক সদস্যপদ), পরিবেশবিদ জনাব মাহাবুবুর আলম মন্ডল
(সম্পাদক, এনভায়রনমেন্টাল মনিটরিং এবং ইভালুয়েশন), পরিবেশবিদ জনাব মোঃ কৌশিক আহম্মেদ
(সম্পাদক, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস), প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত
ছিলেন পরিবেশবিদ জনাবা মোসাম্মৎ ফারজানা ববি, পরিবেশবিদ জনাব মোহাম্মদ আদনান আল শরীফ,
পরিবেশবিদ জনাব মোহাম্মদ মোশারফ সহ আরো কয়েকজন নিয়মিত সদস্য।
সবশেষে উপস্থিত
সদস্যরা কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখা এবং একটি অলাভজনক, অরাজনৈতিক ও পরিবেশবিদ
পেশাজীবী সংগঠন হিসেবে আগামীর দিনগুলো জনমানুষের কল্যানে কাজ করে যাওয়ার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ
হন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন